চৌহালী/এনায়েতপুর

চৌহালীর অসচ্ছল মৃত বীর মুক্তিযোদ্বা পরিবারের মধ্যে অর্থ বিতরণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার অসচ্ছল মৃত বীর মুক্তিযোদ্বাদের দাফন -কাফনের অর্থ বিতরণ!বুধবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার(ভা:)মো: আনিসুর রহমানের সভাপতিত্বে ও মোল্যা বাবুল আক্তারের পরিচালনায় এলাকায় অসচ্ছল বীর মুক্তিযোদ্বা , ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে ৬৫,৩০০(পয়ষট্টি হাজার তিনশত) করে টাকা বিতরন করা হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার ,চৌহালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো:জাহাঙ্গীর আলম ,সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার গাজী আফতাব উদ্দিন,মুক্তিযোদ্বা আব্বাস আলী ,জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ!

উল্লেখ্য: বিগত সময়ে অসচ্ছল মৃত বীর মুক্তিযোদ্বাদের দাফন-কাফনের বাবৎ তাদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন!

চৌহালী প্রতিনিধি : ইমরান হোসেন (আপন)