চৌহালী/এনায়েতপুর

চৌহালীবাসী দেখবে না আর মিদু হাসি,থামছেনা স্বজনদের কান্না।

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে অবতরণে সময় ইউএস বাংলার বিধ্বস্ত উরোজাহজে ছিলেন সিরাজগঞ্জের চৌহালীর বাঘুটিয়া গ্রামের প্রকৌশলী রকিবুল হাসান ঝন্টু । তাহার মৃত্য সংবাদ শুনে গ্রামের বাড়ীতে হাজার মানুষের উপছে পরা ভির থামছেনা স্বজনদের কান্না পুরো এলাকা যেনো শোকের ছায়া নেমে পরছে।

মানুষ মারা যাবে এইটা স্বাভাবিক তাহার এ অকাল মৃত্য যেনো পরিবার ও দেশের জন্য অপূরন ক্ষতি। রকিবুল ছোট বেলা থেকেই ছিলো অত্যান্ত মেধাবী ও সাহসী চরের ধুলো বালিতেই তাহার বেরে ওঠা। নিহত রকিবুল হাসান ঝন্টু সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মৃত রবিউল করিম ওরফে রবি মাষ্টারের ছেলে নিহত রকিবুলের একমাত্র বড় বোন আমোরিকায় বসবাস।

এবিষয়ে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহার সিদ্দিকী বলেন নিহত রকিবুল ছিলো আমার চাচাতো ভাই তাহার মৃত্যুর সংবাদ কোন মতেই মেনে নিতে পারছিনা আমার এবং এলাকা বাসীর দাবী মৃত্য রকিবুলের চেহারাটা শেষ বারের মত দেখতে চাই ।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ইমরান হোসেন আপন