চৌহালীতে ৭জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জ চৌহালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে রুই,কাতলা,মৃগেলজাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৯ ই আগস্ট দুপুর২টায় জোতপাড়া বাজার সংলগ্ন খালসহ মোট ৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই-কাতলা ও মৃগেল জাতের ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করেন সাবেক মৎস প্রাণীসম্পদ মন্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার,সিরাজগন্জ সদরের চেয়ারম্যান রিয়াজউদ্দিন ,সাবেক জেলা আ’লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান ।
এ সময় আরো উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা:নাসরিন আক্তার, ডিএডি জেলা মৎস্য দপ্তর সিরাজগঞ্জের মোঃ সাইফুর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ,ক্ষেত্র সহকারী মোঃ শফিকুল ইসলাম( শফি),উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম আনছারী, চৌহালী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম (ভিপি),সিনিয়র সহসভাপতি মোঃ আলমগীর হোসেন শিকদার,সাধারণ সম্পাদক মোঃ আরিফ সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃরাজীব সরকার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রহিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম (রবি) উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, প্রতি বছরের ন্যায় দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মুলত মৎস্য বিভাগের এ কর্মসূচি, এছাড়াও এ উপজেলার চাহিদা করতে মাছ আমরা উৎপাদনে সক্ষম হয়েছি।