চৌহালীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৮০ বোতল ফেনসিডিল সহ
সোমবার(২৬ ফ্রেব্রুয়ারী) বিকাল ৪.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার আজিমুদ্দিন মোড় নামক জায়গা থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ ফজলে রাব্বি (১৮) ও একই গ্রামের মোঃ সুমন মিয়ার ছেলে মোঃ শান্ত ইসলাম (১৮) ।
এসময় তাদের কাছ থেকে ৮০(আশি) বোতল ফেনসিডিল ও ২ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি আরো বলেন যে, চাপাইনবাবগঞ্জ থেকে মাদক দ্রব্য এনায়েতপুর ঘাট হয়ে গাজীপুরের উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। গ্রেফতার অভিযানে অংশ নেয় চৌহালী থানার এস.আই শুকুর আলী, এস.আই শফিকুল ইসলাম, কনস্টেবল মাসুদ রানা ও রেজোয়ান নবী রাজু ।