চৌহালীতে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
চৌহালী প্রতিনিধি :ইমরান হোসেন আপন
সিরাজগঞ্জের চৌহালীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম মোল্লার নেতৃত্বে চৌহালী ডিগ্রী কলেজ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম মোল্লার সভাতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু নজির মিয়া, সাধারণ সম্পাদক ফারুক সরকার, সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম শিকদার, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হায়দার মুন্না, সাধারন সম্পাদক মোল্লা বাবুল আক্তার, উপজেলা , ছাত্রলীগের সাধারন সম্পাদক মাইন মোল্লা, প্রমুখ।
পরে কেঁক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।