চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে স্বাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত

“সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে স্বাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে রেলী, আলোচনা সভা, স্বাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা চত্তর থেকে রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কাঁঠাল বাগান এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো:সানোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আ’লীগের (ভা:)সভাপতি আবু নজির মিয়া,চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম,উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুর রহমান,মাধ্যামিক অফিসার আবুল কাশেম ওবাইদ,মহিলা বিষয়ক অফিসার শামীম জাহান তালুকদার ,যুবলীগের সাধারণ সম্পাদক মোল্যা বাবুল আক্তার প্রমুখ।

সময় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্থানিয় শিল্পীদের গান পরিবেশনা মাধ্যমে স্বাংস্কৃতিক উৎসব ও মেলা শেষ হয়