চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা’র উদ্বোধন

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন হয়েছে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, চৌহালী এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়াবিদ শহীদ শেখ কামালের নামানুসারে মঙ্গলবার (২৪ জানুয়ারি) চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন- উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার- এম এ আরিফ সরকার, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ প্রমুখ।

মো. ইমরান হোসেন আপন

চৌহালী প্রতিনিধি: