চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে রাস্তার কাজের উদ্বোধন করলেন যুগ্ম সচিব সুব্রত পাল চৌধুরি

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামীণ রাস্তা, ব্রীজের এপ্রোচ,এইচবিবি সড়ক মেরামত ও সংস্কারণ কাজের উদ্বোধন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা অদিদপ্তরে প্রকল্প পরিচালক(যুগ্ন সচিব) সুব্রত পাল চৌধুরী।

শনিবার সকালে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া বাজার হতে জনতা উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার ইটের এইচবিবি কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ প্রমুখ। এছাড়াও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও ঠিকাদার উপস্থিত ছিলেন।