দেশগ্রাম

চৌহালীতে মৎস সপ্তাহ পালন উপলক্ষে রেলি ,আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

চৌহালী প্রতিনিধি:”স্বয়ং সম্পুর্ণ মাছের দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস দপ্তরের আয়েজনে জাতীয় মৎস সপ্তাহ পালন(১৮-২৪)জুলাই ২০১৮উপলক্ষে সপ্তাহের ২য় দিন রেলি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৷

পরে চৌহালী উপজেলা (ভা:)নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে ও মাসুম বিল্লার পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভা:)সভাপতি আবু নজির মিয়া ,সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার ,সম্পাদক ফারুক সরকার,নৌ-পুলিশ ফাড়ির ইনর্চাজ তজিমুল ইসলাম,চৌহালী থানার এস.আই ইমদাদ হোসেন ,চৌহালী ডিগ্রীকলের সাবেক প্রফেসর আব্দুস সালাম ফকির,শিক্ষক ইয়াহিয়া বিএসসি ,যুবলীগ নেতা মোল্যা বাবুল আক্তার,উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল্লাহ আল মামুন ,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি রবিউল ইসলাম মোল্যা,ছাত্রলীগের সভাপতি রহিম রেজা,মৎস অফিসের অফিস সহায়ক হাসমোত আলী প্রমুখ !