চৌহালীতে মৎস সপ্তাহের সমাপনী দিনে মৎস চাষীদের মাঝে পুরস্কার বিতরণ
চৌহালী প্রতিনিধি: মোঃ ইমরান হোসেন আপন
স্বয়ং সম্পুর্ণ মাছের দেশ ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই পতিপাদ্যকে সামনে নিয়ে গত বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস দপ্তরের আয়েজনে জাতীয় মৎস সপ্তাহ পালন(১৮-২৪)জুলাই ২০১৮উপলক্ষে সপ্তাহের সমাপনী দিনে বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে মৎস চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ৷ চৌহালী উপজেলা (ভা:)নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে ও মাসুম বিল্লার পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভা:)সভাপতি আবু নজির মিয়া ,সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার ,সম্পাদক ফারুক সরকার,উপজেলা আওয়ামী যুবলীগের সি:যুগ্ন সম্পাদক সাবেক ছাত্রনেতা মো:আব্দুল বাতেন সিদ্দিকী , খাষপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার ,মৎস অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল্লাহ আল মামুন ,,মৎস অফিসের অফিস সহায়ক হাসমোত আলী প্রমুখ !পরে মৎস জীবি ও মৎস চাষীদের মাঝে বিগতদিনের সফল কর্মকান্ডের সফল ব্যক্তিদের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা প্রশাসন৷