চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে  জাতীয় মৎস্য সপ্তাহ  উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা মৎস্য দপ্তরের  আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. মাহমুদুল ইসলাম।

মতবিনিময় সভায় ২০২২-২৩ অর্থ বছরে যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সে বিষয়গুলি তুলে ধরা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফির  সঞ্চালনায় মত বিনিময় সভায়  বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মাষ্টার, স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা।
এসময়  উপস্থিত ছিলেন, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।