চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে মা ইলিশ ধরার দায়ে ২ জেলের কারাদন্ড: মাছ ও কারেন্ট জাল জব্দ

চৌহালী প্রতিনিধি :

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালীতে ৩৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ,০২ জেলের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।চৌহালী উপজেলার উমারপুর বাঘুটিয়া ও ঘোড়জান ইউনিয়ন সংলগ্ন যমুনা নদী এবং মিটুআনি ভূতের মোড় বাজারে শনিবার দিনব্যাপী মা ইলিশ রক্ষার অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ৩২ টি কারেন্ট জাল (৩৫,০০০ মিটার) ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ এবং ০২ জেলেকে ইলিশ মাছ ধরার অপরাধে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন চৌহালী উপজেলার ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান ও সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ মিজানুর রহমান, উপপরিদর্শক, চৌহালী থানা এবং জনাব মোঃ মাসুম বিল্লাহ,সহকারী মৎস্য কর্মকর্তা, জনাব মো: শফিকুল ইসলাম, ক্ষেত্র সহকারী, উপজেলা মৎস্য অফিস, চৌহালী,