চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে মাটিবোঝাই ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

সিরাজগঞ্জের চৌহালীতে মাটিবোঝাই ট্রলির ধাক্কায়    মোছাঃ আম্বিয়া খাতুন (৫৫) নামে এক নারী  নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৬ টার  দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোছাঃ আম্বিয়া খাতুন  উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের মোকার মোড় এলাকার বাসিন্দা।

নিহতের নাতি মোঃ মুক্তার  জানান,  আমার দাদী ঘরের সামনে দাঁড়িয়ে ছিলো, মাটিবোঝাই ট্রলিটি  সরু রাস্তা দিয়ে দ্রুতগতি যাওয়ার সময় টেনে হিছড়ে প্রায় ২০ গজ নিয়ে যায় পরে স্থানীয়রা ড্রাইভারকে ডাকাডাকি করলে গাড়ি বন্ধ করে পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ জানান,  দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু  ঘাতক ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের পরিবারে পক্ষ থেকে থানায় অভিযোগ দিয়েছে।