চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে মনোরম পরিবেশে পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১৩টি পরীক্ষা কেন্দ্রেই মনোরম পরিবেশে পিএসসি (সমাপনী) পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

চৌহালী উপজেলায় নবাগত নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হেসেনের নেতৃত্বে দক্ষ অফিসার,
পুলিশ প্রশাসন ও কেন্দ্র সচিবসহ সকলের সহযোগিতায় ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা ও এবতেদায়ী শিক্ষা সমাপনী(পিএসসি)পরীক্ষা কেন্দ্রগুলো ব্যতিক্রম, সুন্দর ও মনোরম পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যমুনা বিধোত চৌহালী উপজেলার পিএসসি পরিক্ষা কেন্দ্রগুলো হচ্ছে সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কোদালিয়া পশ্চিমপাড়া দাখিল মাদ্রাসা,সুম্ভদিয়া সপ্রবি,শেখচাদপুর সপ্রবি,চরধীতপুর সপ্রবি,পশ্চিম শৈলজানা সপ্রবি, উমারপুর সপ্রবি,দত্তকান্দি সপ্রবি,বাকুলিয় সপ্রবি, স্থলচর সপ্রবি,এনায়েতপুর সপ্রবি, ধুলিয়াবাড়ি সপ্রবি,চাদপুর সপ্রবি কেন্দ্র।১৩টি কেন্দ্রে সমাপনীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০৮৪জন,ছাত্র ১৭৫৩জন, ছাত্রী ২৩৩১জন,এবতেদায়ী শিক্ষা সমাপনীতে ছাত্র ২৬৮ ও ছাত্রী ২২৮জনসহ মোট ৪৯৬জন শিক্ষার্থী ৷