চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ হস্তান্তর

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। বুধবারন ( ১৫ ফেব্রুয়ারী) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ‘বীর নিবাস’ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে উপজেলা হলরুমে উপজেলার ৩ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের কাছে ‘বীর নিবাস’ এর প্রতীকী চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভা.) মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস মোল্লা বাবুল আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় চৌহালী উপজেলায় ১৮ টি বীর নিবাস’ নির্মাণ করা হচ্ছে । আজ ৩ জনের কাছে চাবি হস্তান্তর করা হলো। একতলা বিশিষ্ট বীর নিবাসের ভবনে ২টি বেডরুম, একটি রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং স্পেস এবং ১টি ওয়াশরুম রয়েছে। এখানে পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে।