চৌহালীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনমূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০২ জুলাই) দুপুর ৩ ঘটিকায় উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুতের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন এডিশনাল এসপি নুর আলম সিদ্দিকী ।
বিট পুলিশিং অফিসার এসআই মানিকের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশিদ ৷
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী,প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম,সহ-সভাপতি মাহমুদুল হাসান, রকনুজ্জামান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন আপন, মুন্জুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ হাসান হাবিব দুলাল, ইউপি সদস্য আব্দুস সালাম, অটো রিকসা, অটোট্যাম্পু,ভ্যান ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি ফকির জাহাঙ্গীর আলম, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুর আলী প্রমুখ।
এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
০২-০৭-২০২২ ইং