চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে বিএনপি’র ২ নেতা গ্রেপ্তার

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার   রাতে চৌহালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জামাল সরকার ও খাষপুখুরিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ২০২২ সালের দায়ের করা ভাংচুর ও নাশকতার মামলার আসামী ছিলেন মোঃ জামাল সরকার ও উজ্জ্বল হোসেন । তারা  পলাতক ছিলো।  রাতে তাদের  গ্রেপ্তার করা হয়। আজ  শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।