চৌহালীতে বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ।
চৌহালী প্রতিনিধিঃ
১০আগষ্ট-১৯ সকাল ১০ঘটিকায় মানব মুক্তি সংস্থার উদ্যোগে চৌহালী স্থল ইউনিয়নে ৪০০ বানভাসি হতদরিদ্র পরিবারের মাঝে ৪৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। মানব মুক্তি সংস্থা এমডি হাবীবুল্লাহ বাহার এর সভাপতিত্বে মানব মুক্তি সংস্থা ম্যানেজার এডমিন মোতাহের হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, আরো উপস্থিত ছিলেন স্থল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মুক্তি মীর মোঃ আব্দুর রহিম, সমন্বয়ক এম এম এস রুহুল ইসলাম সোহেল, অডিটর স্কুল ফিডিং মোঃ রাসেল আহমেদ, প্রজেক্ট অফিসার মোছাঃ শারমিন আখতার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম সহ নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দু। প্রধান অতিথির বক্তব্যে ফারুক সরকার বলেন, আমি ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাচ্ছি মানব মুক্তি সংস্থা কে তারা এই মহান উদ্যোগ নেওয়ার জন্য আমি উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন সরকারের পাশাপাশি মানব মুক্তি সংস্থা এই মহান উদ্যোগ এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তিনি মানব মুক্তি সংস্থার এমডি হাবীবুল্লাহ বাহার কে বানভাসি মানুষের দুঃখ কষ্টের কথা বলেন, চৌহালীতে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু তুলে ধরেন।
পরিশেষে উপজেলা চেয়ারম্যান সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমি যতটুকু পারছি সাহায্য করছি। তিনি উপজেলা চেয়ারম্যান কে বলেন যেহেতু আপনি চৌহালীর কর্ণধর সাধারণ জনগণের জনপ্রিয়নেতা আপনাকে কথা দিলাম হতদরিদ্রদের মাঝে আমি আরো কিছু করব সভাপতির বক্তব্যে আরও অনেক কিছু বলে থাকেন।