চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্হদের মাঝে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ।

চৌহালী প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জ চৌহালীতে ২০১৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্হ’র ৮২টি পরিবারে মাঝে এলজিএসপি-৩( L.G.S.P-3)’র অফিসের উদ্যোগে ঘোড়জানে হতদরিদ্রের মাঝে ৪১টি টিউবওয়েল ও ৪১টি সেলাই মেশিন সহ মোট ৮২ পরিবারের মাঝে বিতরন করা হয়েছে ৷

উপজেলার আর, আরকে দাখিল মাদ্রাসা; চরধীতপুর দাখিল মাদ্রসা ,মুরাদপুর দাখিল মাদ্রসা ঘোড়জানে এলজিএসপি -৩(L.G.S.P-3)’র উদ্যোগে বেন্সও সরবরাহ করা হয় ৷ সোমবার (১৯ নভেম্বর’১৮)বিকেলে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানোয়ার হোসেনে’র সভাপতিত্বে সহায়তা বিতরণের সময় উপস্হিত ছিলেন চৌহালী উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান (হাবিব), ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী ,উমারপুর ইউপি চেয়ারম্যান মতিন মন্ডল ,ইউপি সদস্য মোখলেছুর রহমান সহ ঘোড়জান পরিষদের’র কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গ :চৌহালীর বন্যায় ক্ষতিগ্রস্হ’র মাঝে এলজিএসপি -৩ উদ্যোগে টিউবওয়েল ও বেন্স সরবরাহ করা হয়৷চলমান হতদরিদ্রের মাঝে টিউবওয়েল বিতরন , নির্মান ও বহনের সার্বিক সহযোগীতা করবে এলজিএসপি -৩।