চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে বজ্রপাতে নৌকা থেকে পড়ে মাঝি নিখোঁজ

চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতের সময় নদীতে পড়ে মো. সাদ্দাম হোসেন (৩৪) নামের এক মাঝি  নিখোঁজ হয়ছে।
বুধবার বিকেল ৩ ঘটিকায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চর সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সে হাটাইল গ্রামের মো. আজাহার সিকদারের ছেলে।

চৌহালী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক- মৌসুমী খান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর তিনটার দিকে নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় নদীর পাড়ের কাছাকাছি আসলে বজ্রপাত ঘটে। বজ্রপাতের সময় সে নৌকা থেকে নদীতে পড়ে যায় তার পর থেকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজন সহ এলাকাবাসী নৌকা এবং জাল দিয়ে খোঁজাখুঁজি করছে তবে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন  জানান খবর পেয়েছি, ঘটনাস্থলে পৌঁছার পর  এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।