চৌহালীতে বজ্রপাতে নৌকার মাঝি নিহত
চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে মো. সাদ্দাম হোসেন (৩৪) নামের এক মাঝি নিহত হয়ছে।
বুধবার বিকেল ৩ ঘটিকায় উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের হাটাইল চর সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। সে হাটাইল গ্রামের মো. আজাহার সিকদারের ছেলে।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো.আবুল কালাম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর তিনটার দিকে নৌকা নিয়ে ভূতের মোড় থেকে হাটাইল চরে আসার সময় নদীর পাড়ের কাছাকাছি আসলে বজ্রপাত ঘটে। বজ্রপাতের সময় সে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরিবার ও স্থানীয়রা নৌকা এবং জাল দিয়ে খোঁজাখুঁজি করে সন্ধ্যা সাড়ে ৬ টার সময় তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, আমরা পৌঁছার আগেই স্থানীয়রা নদী থেকে লাশ উদ্ধার করেছে।