চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে প্রাথমিক শিক্ষা অফিসের আয়েজনে বঙ্গবন্ধু ,বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত!

চৌহালী প্রতিনিধি:==========
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যেগে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে !সোমবার সকালে ঐতিহ্যবাহী চৌহালী ডিগ্রী কলেজ মাঠে, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভা:)আনিসুর রহমানের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত !

এসময়ে উপস্হিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অ:)আব্দুল্লাহ আল মামুন ,সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:জাহাঙ্গীর ফিরোজ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোল্যা বাবুল আক্তার ,কেকে জোতপাড়া সঃ প্রাঃ বিঃ সহকারী শিক্ষক মো:জাহাঙ্গীর আলম প্রমুখ !মাঝগ্রাম সঃ প্রাঃ বিঃ ও কেকে কোদালিয়া সঃ প্রাঃ বিঃ মধ্যে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পরে মাঝগ্রাম সপ্রাবি ০২,কেকে কোদালিয়া সঃ প্রাঃ বিঃ ০১!০১ গোলের ব্যবধানে কেকে কোদালিয়াকে পরাজিত করে মাঝগ্রাম সঃ প্রাঃ বিঃ