চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে ইংরেজি বছরের প্রথম দিন ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন হয়ছে।
রবিবার (১ জানুয়ারি) সকালে সদর ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদুৎ এর সভাপতিত্বে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে নতুন বছরের নতুন বই তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দীন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ আরিফ সরকার, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোঃ হযরত আলী মাষ্টার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুর রহমান সহ আরু অনেকেই।
নতুন বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ায় শিশুদের মুখে যেমন হাসি ফুটে উঠেছে, তেমনি খুশি হয়েছেন অভিভাবক আর শিক্ষকরা। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই ব্যানার টাঙ্গিয়ে অতিথিদের মাধ্যমে এই বই উৎসব পালন করা হয়।