চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে নৌকা ডুবে মৃত ১, নিখোঁজ ২

চৌহালী প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া ঘাট থেকে শাহজাদপুরের বাইন্তিয়ার চরে যাওয়ার পথে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।


মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় এঘটনা ঘটে। জোতপাড়া ঘাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে জোতপাড়া গ্রামের হামেদ সিকদারের ছেলে, মোঃ জব্বর মাঝি’র ছোট্ট নৌকা বাইন্তিয়ারের উদ্দেশ্য রওনা দিলে ঘাট থেকে প্রায় দেরকিলো মিটার দূরে প্রচন্ড স্রোতের আঘাতে তোলিয়ে যায়।


এতে ১২ জন যাত্রী সাত্রিয়ে পাড়ে উঠতে পারলেও ২জন নিখোঁজ হয় ও ১ জন কে মৃত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম ।
এ ঘটনায় এলাকয় শোকের মাতম শুরু হয়ছে।