চৌহালীতে নেতাকর্মী ও দুস্হদের মাঝে মীর মোশারফের ঈদ বস্ত্র বিতরণ
ইমরান হোসেন আপন চৌহালী প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৫ (চৌহালী বেলকুচি-) আসনের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মীর মোশারফ হোসেন সিরাজগঞ্জের চৌহলীতে নেতা কর্মীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে। শুক্রবার বিকালে চৌহালী ডিগ্রী কলেজ মাঠে , চৌহালী উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে মনোনয়ন প্রত্যাশী মীর মোশারফ হোসেন নিজ হাতে শাড়ী, ,লুঙ্গী ও পান্জাবী বিতরণ করেণ। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু নজির মিয়া ,সাধারন সম্পাদক মোঃ ফারুক সরকার,সাবেক সভাপতি আলহাজ্ব হযরত আলী মাষ্টার,উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক নুর মুহাম্মাদ চৌধুরী সনজু, কামরুল হায়দার মোন্না, যুবলীগের সাধারন সমম্পাদক মোল্লা বাবুল আক্তা ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্যা রবিউল ইসল (ভিপি) ,বনাণী থানা আওয়ামীলীগের নেতা মাহমুদুল হাসান(সেলিম), স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: আরিফ সরকার;চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা,সাধারণ সম্পাদক মাইন মোল্যা ,আলমগীর হোসেন ও আবুল কাশেম ফৈরদাউস প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন, ওযার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।