চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৫ জেলের দন্ড ও জাল আটক
আবির হোসাইন শাহিন, নিজস্ব প্রতিবেদক :
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে দিনব্যাপী অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করা হয়েছে। আটকৃত জেলেরা আব্বাস আলী(৩৫) পিংমৃত আবুল মোল্যা,আক্তার হোসেন(২৫) পিং হামেদ মোল্যা, আবুল হোসেন (৬৫)পিং আশরাফুল সরকার ,বারেক (৩০)পিং সিরাজুল মন্ডল ও সলেমান(৩২) পিং গোলাম ব্যাপারী চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদের আদালতে আটককৃতদের বিনাশ্রম দন্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত ১০০০০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ৩কেজি মা ইলিশ একটি দুস্হদের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সহকারী কর্মকর্তা মাসুম বিল্লাহ ও অফিসের ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত