চৌহালীতে নির্বাচন সতর্ক অবস্থান, উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ, বিজিবি টহল
সিরাজগঞ্জের চৌহালীতে নির্বাচনে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিশ্চিত করনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বিজিবি টহল শুরু করেছে। শনিবার দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সানওয়ার হোসেনে’র নেতৃত্বে উপজেলার বিভিন্নস্থানে এই টহল পরিচালিত হয়। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, চৌহালী থানার এসআই ইমদাদ হোসেন ,অধ্যক্ষ আলহাজ্ব আশরাফ আলী , সহকারী শিক্ষক আলী আকবর প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার সানওয়ার হোসেন জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ সুন্দর ভাবে সম্পন্ন করতে যৌথ টহল পরিচালিত হচ্ছে। কোন প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং এই টহল নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে। থানা অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকল প্রকার নাশকতা এড়াতে সজাক আছে পুলিশ। পুরো থানা এলাকায় ৩ স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বাচনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।