চৌহালীতে নির্বাচন কে সামনে রেখে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণে, বিভাগীয় কমিশনার
সিরাজগন্জ ( চৌহালী) প্রতিনিধি :
সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালী উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহনকারী কর্মকর্তাগণদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান। এসময় ডিডিএলজি আবু নূর মোহাম্মদ সামচুজ্জামান, ইউএনও মোঃ সানওয়ার হোসেন, ওসি জাহাঙ্গীর আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক বক্তব্য রাখেন। কর্মশালায় চৌহালী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং, সহকারী পিজাইডিং ও পোলিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।