চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে তিনটি গাঁজা গাছসহ এক মহিলা আটক

স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের আরকান্দি চর থেকে তিনটি গাঁজা গাছসহ এক মহিলাকে আটক করেছে চৌহালী থানা পুলিশ।
দীর্ঘদিন যাবৎ উপজেলার দুর্গম আরকান্দি চরে গাঁজার ব্যবসা করে আসছিল হাসিনা( ৪০) ও স্বামী মাহমুদ মন্ডল।
৩ জুলাই শনিবার ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে হাসিনা’র বাড়িতে চৌহালী থানা পুলিশের টিম অভিযান পরিচালনা করে তাকে ৩টি গাঁজা গাছসহ আটক করলেও পালিয়ে যায় তার স্বামী ।
গত বছরও একই রকম ভাবে তিনটি গাছ লাগিয়ে ১ লক্ষ ৬০ হাজার টাকায় বিক্রি করে,
এবছরও বিক্রির জন্য তিনটি গাছ লাগায় যার উচ্চতা হয়েছিলো ১০ ফিট আগামী ২/৩ মাসের মধ্যেই বিক্রির উপযোগী হতো বলে জানান পুলিশ।
অভিযান পরিচালনা করেন এসআই রেজাউল করিম, এএস আই রেজওয়ান মির, কনস্টেবল, মোছাঃ রুবিনা, মমিন,কাইয়ম, আবু জাফর।
এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩টি গাঁজা গাছসহ আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।