চৌহালী/এনায়েতপুরদেশগ্রাম

চৌহালীতে ডেঙ্গু জ্বরে আ’লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের চৌহালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ দিন পর মৃত্যুবরণ করেছেন আওয়ামীলীগ নেতা মাসুদ রানা (২৯)। তিনি ঘোড়জান ইউনিয়ন আওয়ামীলীগের  দপ্তর সম্পাদক ও জাজুরিয়া গ্রামের সামছুল হক শেখের ছেলে।
ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলী জানান, ১৬ অক্টোবর মাসুদ রানার শরীরে হঠাৎ জ্বর ও ব্যাথা অনুভব করে। ১৮ অক্টোবর চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পরীক্ষায় নিরিক্ষা শেষে ডেঙ্গু সনাক্ত হয়। পরে ঢাকায় ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে দীর্ঘ  ৯ দিন চিকিৎসাধীন ছিল। বুধবার রাত ১১টার দিকে মাসুদ রানা শেষ নিশ্বাঃস ত্যাগ করেন।
বৃহস্পতিবার দুপুরে চরজাজুরিয়া মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে খাষশাহজানী কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন ও সাধারন সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মুত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।