চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার(২৩ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ৭ দিনের কর্মসূচী ঘোষণা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
আগামী ২৪ জুলাই উদ্বোধনী, আলোচনা ও পুরস্কার বিতরণ, ৩য় দিন মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মত বিনিময়,৪র্থ দিন মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা, পরের দিন মৎস্য চাষীদের পরামর্শ, মাটি ও পানি পরিক্ষা, মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন,৬ষ্ঠ দিনে মৎস্য চাষী/ সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ, শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ এর মূল্যায়ণ ও সমাপনী ৷ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, মৎস্য দপ্তরের ক্ষেত্র সরকারি মোঃ শফিকুল ইসলাম শফি।
আলোচনায় বক্তারা বলেন, ১৪ লাখ নারীসহ দেশে মোট জনসংখ্যার ১২ শতাংশের অধিক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মৎস্য খাতে জড়িত। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন,যুক্তরাষ্ট্র,জাপান,রাশিয়া ও চীনসহ ৫০টিরও বেশি দেশে মাছ রফতানি হয়ে থাকে। ২০২১-২২ অর্থবছরে ৪০৮৮.৯৬ কোটি টাকা মুল্যের ৭৬,৫৯১৬৯ মেট্রিক টন মাছ রফতানি হয়েছে। দেশে রফতানি আয়ের মোট ১.৩৯ শতাংশ আসে মাছ থেকে।