চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উৎযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে চৌহালী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা জাতীয় সম্পদ মৎস্য চাষের গুরুত্ব তুলে ধরে, মৎস্য সম্পদ রক্ষনাবেক্ষনের জন্য দিক নির্দেশনা মূলক আলোচনা করেন ।
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম, নৌ-পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই তজিমুল ইসলাম, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মাসুম বিল্লাহ, সাংবাদিক রফিক মোল্লা মাহমুদুল হাসান, মাজেদুল ইসলাম, আব্দুল লতিফ, রোকনুজ্জামান, ইদ্রিস আলী, মৎস অফিসের ক্ষেত্র সহকারী মুহিত আবদুল্লাহ আল মামুন,অফিস সহকারী হারুনার রশিদ, অফিস সহায়ক হাসমত আলী প্রমুখ।
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিv ইমরান হোসেন আপন