চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে জরুরী জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পে নিম্নমানের ব্যাগ ব্যবহারের অভিযোগ

চৌহালী প্রতিনিধি:

নিম্নমানের জিও ব্যাগ দিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জরুরী তীর সংরক্ষন বাঁধের ডাম্পিং করার অভিযোগ উঠেছে ৷
জানা গেছে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামে যমুনা নদীর তীর সংরক্ষনে ১শত মিটার জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের জন্য ৫০ লক্ষ টাকার ১০ হাজার জিও ব্যাগ বরাদ্ধ দেয়া হয় ৷ ইতিমধ্যে এসব নিম্মমানের ৩ শত জিও ব্যাগ ডাম্পিং করাও হয় ৷ ১০ জুলাই শনিবার জিও ব্যাগ ডাম্পিংয়ের সময় ব্যাগ গুলো ফাটা দেখে এলাকার লোকজন বাঁধা দিলে ডাম্পিংয়ের কাজ বন্ধ হয়ে যায় ৷

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম ও মোশাররফ বলেন, এই জিও ব্যাগ গুলো অত্যান্ত নিম্নমানের, বালু ভর্তি করে নড়াচড়া করতে গেলেই ফেটে যায়।আমরা যখন এ অবস্থা দেখলাম সবাই মিলে বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেই পরে উপজেলা এসিল্যান্ড ও পাউবোর কর্মকর্তা এসে জিও ব্যাগ গুলো বাতিল করে উন্নতমানে জিও ব্যাগ এনে কাজ করার নির্দেশ দিয়ে যান ৷
এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ সেন্টু মিয়া জানান, আমরা ভাট কম্পানির জিও ব্যাগ চেয়েছিলাম ভুল করে ডিজে কম্পানির ব্যাগ গুলো দেয়ায় এ সমস্যা হয়েছে ৷ আমরা এ ব্যাগ গুলো ফেরত দিয়ে ভাট কম্পানির ব্যাগ এনে কাজ করবো এবং আগামী দিন থেকে ওজন স্কেলও থাকবে ৷
কাজের তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন বলেন, আমি যখন দেখলাম জিও ব্যাগ গুলো অত্যান্ত নিম্নমানের ও ব্যবহারের অযোগ্য বালু ভরে নাড়া দিলেই ফেটে যাচ্ছে তখন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আলোচনা করে কাজ বন্ধ রাখি।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহিদ আল হাসান বলেন, এ কাজের তদারকির জন্য পাঠানো প্রতিনিধির কাছে জানতে পারি জিও ব্যাগ গুলো নিম্নমানের। সরোজমিনে এসে জিও ব্যাগ গুলো বাতিল করে উন্নতমানের জিও ব্যাগ এনে কাজ করার নির্দেশ দিয়েছি ৷