চৌহালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত ইউনিয়ন টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়ছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। পরে ইউনিয়নের ১০ থেকে ১৫ দিন বয়সের ১১ টি শিশুর অভিভাবকদের হাতে জন্ম সনদ বিতরণ ও ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, সকল ইউপি সদস্য ও ইউনিয়ন স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।