চৌহালীতে কয়েলের আগুনে ঘর পুড়ে ছাই
সিরজগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন আপন,
সিরাজগঞ্জের চৌহালীতে কয়েলের আগুনে এক কৃষকের বসত ও রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। এসময় অর্ধলক্ষাধিক টাকা মূল্যের একটি গাভী দগ্ধ হয়েছে। রবিবার রাতে খাষকাউলিয়া ইউনিয়েনের মধ্য জোতপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে সমেষ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক সমেষ আলী জানান, রবিবার রাতে গরুর গোয়ালে মশার কয়েল জ্বালিয়ে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ মধ্য রাতের দিকে গোয়ালে রাখা খড়িতে কয়েলের আগুন লাগলে তা পুড়ে বাড়িতে ছরিয়ে পড়ে। পরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বাড়ির সবাই দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে বসত ঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। এছাড়া প্রায় অর্ধলক্ষ টাকা মুল্যের একটি গাভী আগুনে পুড়ে গেছে। যে কোন সময় ওই গাভী মারা যাবার সম্ভবনা রয়েছে বলেও জানান তিনি।
চৌহালী থানার ওসি জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।