চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে কমিনিটি পুলিশিং এর মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চল অধ্যুষিত চৌহালীতে কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বন্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে থানা চত্ত্বরে ওসি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী।

এসময় চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু নজির মিয়া, সাবেক সভাপতি হযরত আলী মাষ্টার, সাধারন সম্পাদক ফারুক সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ দুলাল, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী ,চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম ভিপি,ছাত্রলীগের সহ সভাপতি আবুল কাশেম ফৈরদাউস সহ শিক্ষক/ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ