চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে উপজেলা পর্যায়ের শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

ইমরান হোসেন আপন,চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা পর্যায়ের “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭), ২০১৮” এর শুভ উদ্বোধন করা হয়েছে ৷

শুক্রবার দুপুরে চৌহালী সরকারী কলেজ মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন চৌহালী উপজেলার সুদক্ষ ও সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার। মো:আনিসুর রহমান ৷

এ সময়ে অন্যানদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভা:)সভাপতি আবু নজির মিয়া ,চৌহালী থানার ওসি তদন্ত হাসিবুল ইসলাম,সহ সভাপতি রশিদ বাবুল , সম্পাদক ফারুক সরকার ,স্হলচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,জেলা পরিষদের সদস্য গনি মোল্যা,অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুস সালাম ফকির প্রমুখ৷পরে স্হলচর ইউপির ও উমারপুরের মধ্যকার খেলা অমিমাংসিত হওয়াই ট্রাইফিকরের মাধ্যমে উমারপুর জয় লাভ করেন৷