চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে ইউজিডিপির উদ্যোগে মৎস্য চাষিদের নিয়ে কর্মশালা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলা মৎস্য চাষিদের উত্তম পদ্ধতিতে খাঁচায় মাছ চাষ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (১০ জুন) বৃহস্পতিবার সকালে কোদালিয়া পশ্চিম পাড়া দাখিল মাদ্রাসায় উপজেলার মৎসচাষিদের এ প্রশিক্ষন দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও মৎস্য অফিসার মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, জাইকার প্রতিনিধি কালীকৃষ্ণ ও আব্দুল্লাহ আল-মূতি প্রমুখ ৷