চৌহালীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
সিরাজগন্জ চৌহালী উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়। ‘বহুভাষায় স্বাক্ষরতা-উন্নত জীবনের নিশ্চয়তা’ এ প্রতিপাদ্যে নিয়ে রবিবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহা:আবু তাহিরের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন ,ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার,থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার প্রমুখ । অপর দিকে ‘বহুভাষায় স্বাক্ষরতা-উন্নত জীবনের নিশ্চয়তা ও ছেলে মেয়ে বিভেদ নাই-সবার জন্য শিক্ষা চাই এ শ্লোগান নিয়ে বেশকিছু সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষা র্যালী বের করে।