চৌহালীতে আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসের পক্ষে প্রচারণা
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারনা নিষিদ্ধ থাকলেও সিরাজগঞ্জ-৫ (চৌহালী বেলকুচি) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে প্রচার প্রচারণা ও উঠান বৈঠক করছে তার অনুসারীরা।
চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: হযরত আলী মাষ্টারের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা আচরন বিধি লঙ্ঘন করে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে প্রচার-প্রচারনা করছেন। গত কয়েক দিন ধরে তিনি তার পক্ষের নেতাকর্মীদের নিয়ে নিজ বাড়িতে উঠান বৈঠক ও চৌহালী উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণার নেমেছেন। রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হযরত আলী মাষ্টারের নিজ বাড়িতে নির্বাচনী আচরণবিধি না মেনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনের গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
উঠান বৈঠকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী সন্জু, সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, উমারপুর ইউপি চেয়ারম্যান মতিন মন্ডল, শ্রমিক ইউনিয়নের সভাপতি ফকির জাহাঙ্গীর প্রমূখ। এসময় বক্তারা নৌকা মনোনীত প্রার্থীর সমালোচনা করেন ও নিজ নিজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসের পক্ষে যে কোন মূল্যে ভোট নিতে হবে বলে ঘোষণা দেন।
এবিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হযরত আলী মাষ্টারের মুঠোফোন ফোন দিলে বন্ধ পাওয়া যায়।