চৌহালীকে সি.সি ক্যামেরায় আওতাভুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার।
সিরাজগঞ্জ চৌহালীকে সি.সি ক্যামেরায় আওতাভুক্ত করলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান। যমুনা নদী বিধৌত চৌহালী উপজেলাকে বিভিন্ন অপরাধ ও মাদকমুক্ত করতে এই প্রথম সি.সি ক্যামেরায় আওতাভুক্ত করতে নিরালাস কাজ করতে যাচ্ছে উপজেলা প্রশাসন।
সি.সি ক্যামেরা আওতাভুক্ত আনায় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানানো শুরু করেছ। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া বলেন অতীতে এরকম কর্মকান্ড আমরা দেখিনি। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ও চৌহালীকে নতুন রুপে সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রন করা ও বড় সফল কাজ বলে মনে করি।
চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান অপরাদ নিয়ন্ত্রনে সি.সি ক্যামেরা বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি এবং সরকারের উন্নয়ন মূলক কাজে অংশ হিসেবে থাকবে।