চৌহালীতে গাঁজাসহ যুবক আটক
চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে ২.২০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে চৌহালী থানা পুলিশ ৷
শুক্রবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুকুরিয়া গ্রামের মোঃ আঃ রহিমের ছেলে মোঃ আঃ করিম(২৫)কে গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে গ্রেফতার করা হয় ৷ অভিযান পরিচালনা করেন, এসআই রতন,এএসআই মানিকসহ সঙ্গীয় ফোর্স ৷
বিষয়টি নিশ্চিত করে চৌহালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে তার নিজ বাড়ি থেকে ২.২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয় । সে দীর্ঘদিন যাবত ওই এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।