সারাদেশ

চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর আবির হত্যাকান্ডে মাদ্রাসা সুপার আবু হানিফ গ্রেফতার

আবির হোসাইন শাহিন:

চুয়াডাঙ্গায় চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র আবির হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে মাদ্রাসার সুপার আবু হানিফকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পাঁচ শিক্ষককে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। আবু হানিফকে গ্রেফতারের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান। গ্রেফতারকৃত আবু হানিফ আলমডাঙ্গার খাদিমপুর গ্রামের ছামসুল মন্ডলের ছেলে। পুলিশ জানায়, জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবির হুসাইন মঙ্গলবার রাতে নিখোঁজ হয়। পরদিন বুধবার সকালে মাদ্রাসার পাশের একটি আমবাগানের ভেতর থেকে তার মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিখোজের ৩৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে আবিরের কাঁটা মাথা উদ্ধার করে ডুবুরি দল। বুধবার রাতেই আবিরের মা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় ছেলে হত্যার বিচার চেয়ে একটি মামলা করে। পুলিশ সুপার মাহবুবুর রহমান বার্তা২৪.কমকে জানান, গ্রেফতারকৃত আবু হানিফ এর আগেও জামায়েতের নাশকতা মামলায় গ্রেফতার হয়েছিল। ২০১৩ সালের ১০ অক্টোবর পুলিশের ওপর হামলার মামলার আসামি ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় আমাদের কাছে মনে হয়েছে আবু হানিফ মাদ্রাসা ছাত্র আবির হত্যাকান্ডের সাথে জড়িত। এছাড়াও পুলিশের হাতে এই হত্যাকান্ডের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে। তবে তদন্তের জন্য সবকিছু এখনই বলা যাচ্ছে না। উল্লেখ্য গত মঙ্গলবার রাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে নুরানী হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র আবির নিখোজ হয়। পরদিন বুধবার মাথাবিহীন রক্তাক্ত দেহ ও নিখোজের ৩৬ ঘন্টার মাথায় বৃহস্পতিবার সকালে আবিরের কাঁটা মাথে পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে জানা যায় নিহত মাদ্রাসা ছাত্র আবিরকে দীর্ঘদিন ধরে বলাৎকার করা হয়েছে।