সারাদেশ

চিলমারী ও উলিপুরে “উদ্দীপন এনজিও”র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলায় উদ্দীপন চিলমারী অঞ্চলের উদ্যোগে প্রবীণ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারী) উদ্দীপন চিলমারী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় দুই উপজেলার ১ শ ৮০ জন প্রবীণ, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়।

সকালে উদ্দীপন চিলমারী শাখা ও আঞ্চলিক কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণের উদ্বোধন করেন চিলমারী উপজেলা চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাহেব আলী।
আরো উপস্থিত ছিলেন উদ্দীপন চিলমারী শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেন, শাখা হিসাব রক্ষক, সামাজিক প্রোগ্রামের পিওসহ অন্যান্য সকল কর্মচারী।

বিকেলে উদ্দীপন উলিপুর শাখা অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক (অবসরপ্রাপ্ত) মোঃ ফরহাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের প্রভাষক সঞ্জয় কুমার। এছাড়া আরো উপস্থিত ছিলেন উলিপুর শাখার শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসাইন, শাখা হিসাব রক্ষক, সামাজিক প্রোগ্রামের পিওসহ অন্যান্য সকল কর্মচারী।