চিরদিন মনে পড়বে মুজিব তোমায়..
চিরদিন মনে পড়বে মুজিব তোমায়..
হাশেম সরকার
সবুজ সাথী লাইব্রেরী
নিমগাছি, সিরাজগঞ্জ
অবশেষে সেই গর্জনের অর্জন
একটি লাল সবুজ পতাকা।
একটি মানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
মুজিবের সোনার বাংলা ভাষার সৃষ্টি,
তুমি জন্মেছিলে বলে এই বাংলায়,
তোমার কারনে পেলাম আমরা স্বাধীনতা, বিজয়
তুমি জন্মেছিলে টুঙ্গীপাড়ায়, ছোট্ট একটা গাঁয়
ছিল কত রাজাকার, আল- সামস, আল- বদর
তবুও দাবায়া রাখতে পারেনি স্বাধীনতার সংগ্রাম।
যখনই শুনি তোমার স্ব- কন্ঠে বেজে ওঠে
সাতই মার্চের সেই অমর ভাষন,
তখনই মনে হয় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী
মুজিব নামটি আমার হৃদয়ে জাগায় শিহরন।
বাংলার মানুষের ভাগ্য গড়া মানব তুমি ছিলে
তোমারই সাহসে সাহসিনী
দুই লক্ষ মা- বোনের সম্ভ্রমহানি
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এনে দিলে বাংলা মায়ের স্বাধীনতা।
হায়নার দল বুলেটের আঘাতে
জর্জরিত করে দিল তোমাকে
বাদ দেয়নি ছোট্ট শিশু শেখ রাসেলকে।
সপরিবারে হত্যার পরেও চলে চক্রান্ত এখনও
শেখ হাসিনা, শেখ রেহানার উপরে।
তোমার হাতে গড়া বাংলাদেশ আজ
বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল,
তোমারই যোগ্য কন্যা শেখ হাসিনার জন্য।