চাঁদাদাবী ও মারধরের অভিযোগে থানা বিএনপির যুবদলের সেক্রেটারী আটক- সিরাজগঞ্জের এনায়েতপুরে
এনায়েতপুরে মারধরের ও চাঁদাদাবী অভিযোগে চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও থানা বিএনপির সভাপতি সহ ৭ জন নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় থানা যুবদলের সেক্রেটারী জহুরুল ইসলামকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। অন্য আসামীরা হলো এনায়েতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ,ছাত্রদল নেতা ইউসুফ আলী, থানা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, সোহেল রানা, শালেহ আহমেদ ইমন।
গত শনিবার বিকেলে উক্ত আসামীরা এনায়েতপুর গ্রামের ব্যবসায়ী আমীর হামজা ওরফে বাবুর কাছে চাঁদাদাবী করে। তখন সে অপারগতা প্রকাশ করলে ঐ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতরা মারধর করে। একপর্যায়ে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। রাতে আমীর হামজা বাদী হয়ে থানায় ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ, থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী, সহ ৭জন নেতাকে আসামী করে চাঁদাদাবী ও মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করে।
রোববার ভোর রাতে বাড়িতে থাকা বস্থায় থানা যুবদলের সাধারন সম্পাদক জহুরুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন কুমার জানান, মামলার অন্যান্য আসামীদের আটকে অভিযান চলছে।