চলন্ত বাস থেকে নামর সময় যুবকের মৃত্যু
১০ মে(বৃহস্পতিবার) চলন্ত বাস থেকে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে সোহেল রানা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা গার্মেন্টস কর্মী।
কড্ডা হাইওয়ে ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বেলায়েত হোসেন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সানি-জ্যোতি পরিবহণের একটি যাত্রীবাহী বাসে করে আসছিলেন সোহেল রানা।কড্ডার মোড় এলাকায় এসে তাকে চলন্ত গাড়ি থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করলে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বঙ্গবন্ধু সেতু থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানাজায়।