সিরাজগঞ্জ

চর ছোনগাছায় চাচা ও ভাতিজির আত্মহত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা এলাকায় একই রাতে চাচা ও ভাতিজি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।নিহতরা হলেন- চর ছোনগাছা গ্রামের ওমর আলীর মুন্সির ছেলে আব্দুর রহিম (২১) ও তার ফুপাতো ভাই শাহ আলমের মেয়ে হাওয়া খাতুন (১৩)।

শনিবার (৭জুলাই) বিকেলে নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।চাচা বিষপানে ও ভাতিজি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) নুরুল ইসলাম জানান, শনিবার সকালে চর ছোনগাছা গ্রামে আব্দুর রহিম ও তার ভাতিজি হাওয়া খাতুনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে জানায়, শুক্রবার রাতে বিষপানে আত্মহত্যা করে রহিম ও ভোরের দিকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে হাওয়া খাতুন।

একই রাতে চাচা ও ভাতিজির মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ইন্সপেক্টর নুরুল ইসলাম।