চর এলাকার মানুষের ৩০ বছরের স্বপ্ন পুরন হলো- আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা
তৌকির আহাম্মেদ হাসু ,স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অগ্রণী ব্যাংক লিমিটেড ব্রাক্ষনজানী বাজার অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।গতকাল রোববার (৭ মার্চ)সন্ধায় ব্রাক্ষনজানী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী উপলক্ষে আলোচনা সভা শেষে ফিতা কেটে ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
অগ্রণী ব্যাংক লিমিটেড ব্রাক্ষনজানী বাজারে অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন হওয়ায় ৩টি ইউনিয়নের চরাঞ্চালের ১টি কলেজ,৪টি উচ্চ বিদ্যালয়,৩টি মাদ্রাসা ও ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক /কর্মচারী,স্থানীয় জনগন সহ বিভিন্ন সরকারি উপকার ভোগীদের ৩০ বছরের স্বপ্ন পুরন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করে অগ্রণী এজেন্ট ব্যাংকিং কার্যক্রম থেকে এটিকে একটি পুনাঙ্গ ব্যাংকিং শাখায় রুপান্তর করার জন্য উর্ধবতন কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন ব্যাবসায়ী ও সর্বস্তরের জনগন।
উদ্বোধন অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেড় এর সহকারী ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান গোলাম মোঃ ফারুক সভাপতিত্বে অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক ড.মোঃ ফরজ আলী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এতে মুখ্য আলোচক হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা উপস্থিত ছিলেন।এ সময় স্বাগত বক্তব্য রাখেন-সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুনছুর নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (রাজমহর)মুনছুর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শিকদার,অগ্রণী ব্যাংক লিমিটেড ব্রাক্ষনজানী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার সুপার ভাইজার আক্তারুজ্জামান তরফদার মিন্টু,ব্যাবসায়ী আয়াতউল্লাহ আল আমীন,হাফেজ আজিজুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন-অগ্রণী ব্যাংক লিমিটেড মাদারগঞ্জ উপজেলার বালিজুডি শাখার ব্যবস্থাপক খোরশেদুল আলম রাজন।
