সিরাজগঞ্জ

চরছোনগাছা ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার শতবর্ষ পূর্তি পালন।

ষ্টাফ রিপোর্টার   ঃ 

সিরাজগঞ্জ  সদর উপজেলার ঐতিহ্যবাহী চরছোনগাছা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে  পালন করা হয়েছে। শনিবার  (৮ জুন) চরছোনগাছা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শতবর্ষ পুর্তি উপলক্ষে  বনার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা  করা হয়েছে।   ওই মাদ্রাসার  ম্যানেজিং কমিটির সভাপতি গাজী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ছোনগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল আলম, আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন খন্দকার, গাজী আনিসুর রহমান, ফিরোজ উদ্দিন ভুইয়া, অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান,শিক্ষক মনোয়ার হোসেন,আবু বক্কার সিদ্দিক প্রমুখ।  অনুষ্ঠানে প্রধান আলোচক অত্র মাদ্রাসার শিক্ষার্থী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল আছির। শুভেচ্ছা বক্তব্য রাখেন,  অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আনোয়ারুলহ মজনু।  তিনি বলেন- শত বছরে এই মাদ্রাসা থেকে শতশত শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ঐতিহ্যবাহী চরছোনগাছা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার শতবর্ষ পূর্তি পালন উপলক্ষে মাদ্রাসার সফলতার ইতিহাস তুলে ধরেন।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষার্থী মোঃ আব্দুস সালাম, লুৎফর রহমান জোতি,এনামুল হকসহ প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ